ব্যথা তূর মন আর ভগ্ন হৃদয় নিয়ে
নিঃসঙ্গ এ বন্ধুর পথে হাঁটতে হাঁটতে
আমি আজ ক্লান্ত পথিক এক।
চড়ম ক্লান্তিতে পথে চলতে অপারগ হয়ে
অবশেষে তোমার দুয়ারে এসে ঠেকেছি
করে তোমারই পাণি প্রার্থনা।
এত দিনের এই চলতি পথে
কখনও ক্লান্ত মনে হয়নি নিজেকে।
পথে দেখা হয়েছে কত শত রূপবতী ললনা,
গুণবতী কন্যা বা কত মনোহরিনী সৌন্দর্য।
কোন দিন ইচ্ছে করেনি কারও পাণে চাইতে
চোখ মেলে দেখতে তার রূপের রহস্য।
তোমাকে দেখার পর, সত্যি আমি ক্লান্ত,
হারিয়ে ফেলেছি মনে জমানো যত শক্তি
ইচ্ছে করেও দুটি পা আর সামনে এগুতে পারিনা।
পুরো শরীর মন চাইছে ভেঙ্গে লুটিয়ে পড়তে,
শরীর ও মনের সাথে বারং বার যুদ্ধ করেও
অবশেষে অপারগ হয়ে, আমি লুটিয়ে পড়েছি
তোমারই দুয়ারে, তোমারই পাণি প্রার্থনায়।