ফুলের মাঝে বসে আছে দেখ
ফুল বাগানের রানী,
ফুলের চেয়েও রূপবতী সে
সেই কথাটিও মানি।
ফুল গুলো সব রঙিন হলো
রানীর রুপের রঙে,
রুপের আলো উঠছে ফুটে
রানীর সারা অঙ্গে।
রানীর রুপেই রঙিন যে ফুল
রানীর ঘ্রাণেই স্নিগ্ধ,
রানীর টানেই আসছে ভ্রমর
হচ্ছে পুড়ে দগ্ধ ।