তোর শরীরের রঙ যেন আজ বেশীই উজ্জ্বল
কেননা তোর সিঁদুর রাঙা শরীরে মিশেছে,
পূর্ণিমার চাঁদের সোনালী আলোর রশ্মি
আর তাতেই তোর শরীর ধারন করেছে দুধে আলতা বরণ।
তোর শরীর থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি
আমার চোখে একে যায় স্বপ্নের ঝিলিক,
মনে লাগে দোল.....
শরীর জুড়ে বয়ে চলে শান্তির শীতল পরশ।
আমি হারিয়েছি তোরই মাঝে,
আমি হারিয়েছি নিজেকে তোর রূপেরই কাছে।