শ্রাবণের আকাশেতে মেঘের ভেলা
এথা সেথা ছুটোছুটি করে যে খেলা।
তুলোর মতো মেঘ কতো যে আকার
দৃষ্টি জুড়িয়ে যায় তাকিয়ে দেখার।
গাছ পাখি লতা পাতা কতো যে কি
তাকিয়ে থেকে শুধু মুগ্ধ হয়ে দেখি।
আমারও সাধ জাগে মনেরি মাঝে
মেঘ হয়ে উড়ে যায় আকাশের কাছে
আকাশে নীল আমায় ভীষণ টানে
মেঘগুলো গান গায় আমারি কানে।
ইশারাতে বলে মেঘ আয় ছুটে আয়
আমার ডানায় চেপে আকাশেতে যায়।