সকালে সোনার রবি উঠে বলে হাই
তাকিয়ে দেখ আমি উঠেছি যে ভাই
ছড়িয়ে সোনার কিরণ স্নিগ্ধ বায়ু বয়
মাখিলে শরীরে তা সতেজ যে হয়।
আমার আলোর ভীড়ে কেটে যায় কালো
আলসেমি দূর করে বিছানাটা ছাড়ো,
স্রষ্টাকে করো মনে আপনও চিত্তে
কাজে ঝাঁপিয়ে পর জীবন কে জিততে।
জীবনের প্রতি পদে কতোই না বাঁক
বিজয়ীর বেশে দাও গলা ছেড়ে হাঁক,
জীবন কে জিততে ঝেড়ে ফেলো আসলেমির লেজ
শরীরের মাখিয়ে নাও আমার এই তেজ।
আমার এ তেজ তোমার বাড়াবে যে শক্তি
কাজের প্রতি বাড়াও প্রেম আর ভক্তি
জীবনের এই পথে জিততে এ রেইস
পরিশ্রম বিনা আর নেই কোন বেইজ।