আজ আমি আঁধারে ডুবে আছি
চার দেয়ালে বন্দি আঁধারের প্রকোষ্ঠে আমার বাস।
আমার এই জীবন কারও দানে নয়,
স্বেচ্ছা বেছে নেওয়া এই জীবন।
আঁধারেই ছিল আমার বাস
তবে তা ছিল চলাচলের জন্য উন্মুক্ত
এই রকম চার দেওয়ালে বন্দি নয়,
আজকের এই বন্দিত্ব আমারই ভুলে।
আজ আমার আর্তনাদ শোনার কেউ নেই,
আর শুনবেই বা কি করে?
আমার আর্তনাদ তো বন্দি
চার দেয়ালের প্রকোষ্ঠে।
যতই হাত বাড়িয়ে চিৎকার করিনা কেন?
সে হাত ধরার মত কেউ নেই এ ভুবনে!
থাকবেই বা কি করে,
আমি তো মানুষ নয়!
যদি হতাম তাহলে থাকতো সাহায্যের অধিকার,
থাকতো ক্ষমা পাওয়ার যোগ্যতাও।
কারও ক্ষমা কিংবা এতোটুকু ইচ্ছেই পারে
আমাকে এই অন্ধকারের প্রকোষ্ঠ থেকে বাহিরে নিতে।
বিধি বাম, আমি সেই ভাগ্যবানটি নয় যে,
কারও হাত এগিয়ে আসবে আমারই পানে
মুক্ত করতে আমায়, টেনে তুলতে আলোকে।
তার বয়েই গেছে,
তবে আমি চিরদিন তার
সাহায্যের পাণি প্রার্থনায় চেয়ে রবো,
কেননা সে যে আমার বড় প্রিয়
আমারই আপন জন, আমার স্রষ্টা ।