তোমাকে চেয়েছিলাম নিশীথ নির্জন রাতে
হাতে রেখে হাত পাড়ি দিতে এ রাত।
তোমাকে চেয়েছিলাম গোধূলির লাল রঙে
রাঙ্গাতে তোমার সে হাত,
যে হাত তুমি রেখেছিলে আমার এই হাতে,বলেছিলে
সারাটা জীবন এভাবেই তুমি থাকবে আমার সাথে।
তোমাকে চেয়েছিলাম গ্রীষ্মের কাঠ ফাটা দুপুরে
হেঁটে যাবে তুমি,সুর তুলবে তোমার পায়ের নূপুরে।
তোমাকে চেয়েছিলাম উদিত ঊষার সোনালী আলোয়
যে আলোয় আলোকিত হবে তুমি,
আলোকিত করবে আমাকে।
আজ তুমি নেই পাশে, তাতে কিবা যাই আসে
হয়তো নিশীথ নির্জন রাতে পাইনাকো হাতে হাত।
কিংবা শুনিনা তোমার পায়ের নূপুরের সেই সুর,
অথবা আমি দেখিনা তোমার গালে
বিকেলের লাল আলোর সেই গোলাপি আভা।
আমি পেয়েছি,পেয়েছি নির্জন রাত
গোধূলি বিকেল, কাঠ ফাটা দুপুর
পেয়েছি সকালের সোনা মাখা রোদ্দুর,
যার মাঝে নেই কোন তোমারি কালো ছায়া।
আমি ভুলে গেছি সবই যা ছিল তোমারই মায়া।