আলোক পথের যাত্রী হয়ে
তবুও অন্ধকারে কুঁড়ায় ফুল,
পুরনো স্মৃতির রোমন্থন
তাই অন্তর জুড়ে বেদনারই আস্ফলন ।
কত দিনের কত দৃঢ় প্রতিজ্ঞা
নিমিষেয় গলে বায় জলের প্রবাহ ,
ঠান্ডা শীতল হিমবাহে আড়ষ্ট হয়ে
কম্বল মুড়ে বিছানার বুকে আশ্রয় গ্রহণ।
অন্ধকার বুকে নিয়ে
আবারও পিছন পানে চলার শুরু,
একেবারেই একা একা
না আছে চলার পথের সঙ্গি
না আছে টানেলের শেষ প্রান্তে
আলোক শিখার কোন সম্ভাবনা
তবুও আমি পথ যাত্রী!
তবে সোজা পথের নয়, উল্টা পথের ।