ভাঙনের ঢেউ দিয়েছে হানা আজ আমার অন্তরে
আমি নিরুপায়, আমি নিঃস্ব  আমার এ ভাঙন রোধে।
ভাবিনি কখনও এত তাড়াতাড়ি ভেঙে যাবে এ ঘর।
যেখানে ছিলোনা কোন রক্তের বাঁধন, ছিল শুধু আত্মার।
আত্মা আমাদের বাঁচিয়ে রাখে, আত্মায় দেই সুখ।
সারা জিবনেও ভুলবনা আমার প্রিয় কিছু মুখ।
থাকব কি করে ভেবে নাহি পাই মুখ গুলোকে ছাড়া
ভাঙনের ঢেউ এ হচ্ছি আমি আপন বাস্তু হারা।
জানিনা কখনও পাব কি না আমি আর তাঁহাদের  সঙ্গ,
বিশাদের জ্বরে জ্বলিতেছে তাই আমার সারা অঙ্গ।
ক্ষমা কর মোর আপরাধ, দুষ্টামি আর ছোট ছোট ভুল গুলি
সদা আমাকে পাশেই রেখ জেয় না যেন ভুলি।  
জীবনের শুরুতে পেয়েছিলাম, তোমাদেরই পাশে
দিয়েছিলে সুখ, যেন দুঃখ নাহি আসে।
করেছিলে যতন, বাবা-মা ভাইয়েরই মতন।
কে তোমারা ? তোমারা কে বল
তোমারাই আমার ভাই, তোমারাই আমার বন্ধু
তোমারাই আমার ভাই বন্ধু।