তোমার একটা হাসি দেখে অনন্তকাল না খেয়ে থাকতে পারি
তোমার হাসিতে কি যেন লুকায়িত করা আছে হে তিলোত্তমা,
হেলাল,সেতারা,সবাই নতজানু করেছে তোমার হাসির কাছে
তোমার হাসির আলায় ঝলসে গেছে হেলাল, সেতারা।


হে হাসির রাণী এভাবে হেস্ না,এ ভূলোকের সমস্ত যুবাদের মাতোয়ারা
করো না,
তোমার হাসির কারণে নীলিমার বুকে হেলাল,সেতারা উদিত হয় না
তুমি তো ঝলসে দিয়েছো তাদের!


হে হাসির রাণী তুমি তোমার হাসির রাজ্যে ফিরে যাও
এভাবে হেস্ না আমি পাগল হয়ে যাব তোমার প্রতি,
তোমার দ্যুতিময় হাসিতে হায়া হারিয়েছি!
তোমার তরে মায়া বাড়িয়েছি,তোমার জন্য এ কায়া অশান্ত।


হে হাসির রাণী এভাবে আর হেস্ না করো না মোরে সর্বশান্ত
তুমি তোমার হাসির রাজ্যে ফিরে যাও!
এ ভাবে হেসে্ মানুষ কে কষ্ট দিয়ে কি মজা পাও
হেলাল,সেতারাদের উদিত হতে দাও?
এ ভূলোকের মানুষদের শান্তি দাও স্বস্তি দাও হে হাসির রাণী।


তোমার খিল খিল হাসিতে কারো ঘুম হয় না
তুমি আর হেস্ না,ঘুমাতে দাও
নয়তো সবাই অসুস্থ হয়ে পড়বে,
হে হাসির রাণী তুমি ফিরে যাও তোমার হাসির রাজ্যে এভাবে
আর দহন করো না মানুষের তনু- মন।