হে ধর্ম তুমি কেন বিভেদের কারিগর
তোমার জন্য কত শত ভালবাসার ভাঙ্গে ঘর,
হে ধর্ম তোমার এ্যাত্ত ঢঙ কেন
জাত - পাতের এ্যাত্ত রঙ কেন?


হে ধর্ম তুমি কেন হলে না প্রেমময়
ধর্মে কেন প্রেমের ক্ষয়?
হে ধর্ম তোর বড়াই কর বন্ধ
ভালবাসার মাঝে হারিয়ে যা
করিস না মেকি দ্বন্দ্ব।


হে ধর্ম তুই মানুষের জন্য করিস না কাজ
তোর নিয়মতন্ত্রে মানুষের মাথায় পড়ে বাজ।
হে ধর্ম মানুষের সঠিক করো দেখভাল
ভ্রান্তনীতি পরিবর্তন করে বিস্তৃত করো ভালবাসার জাল।


.
দেবী মণিকা স্মরণে