তুমি অপরাজেয় আমার তোমার করুনা মহান
আর্শিবাদ সেও উষ্ণতায় দেয় সর্বক্ষণ উষ্ণতা।
জীবন হারাবো জানি পরাজয় আসবে তখন
তবু তোমার বিজয়ী চাইতো অর্পনা।
“দুঃখ এলে কভু মনে পাঠিয়ে দিও আমায়
খামে ভরে পুরোনো সেই পরিচিত ঠিকানায়”
আমি আজও আছি প্রিয় তোমার করুনায়
ভালবাসা হীন অনেক কাল কেটেছে আগের জায়গায়
বিশ্বাস; তুমি আসবে কোন একদিন ভুল ভেঙ্গে জড়াতে আমায়।
না; এলে না তুমি হেরেছি আমি; যাই হেরে তবু তুমি থাক সুখে
এই কামনা করে যাই থেকে দুঃখে ।
সুখী কি তুমি ?
'অপরাজিতা প্রেয়সী আমার ফিরে এসো যদি না পাও ছোঁয়া, সুখ যা আছে আমার,
যতোটুকু বেদনা তা নিয়েই কাটবে জীবন ‘অপরাজিতা’ তুমি জিতবেই কভু হারবে না।'


১৯ জুলাই ২০০৪ ইং