যদি সব মুছে দিতে পারো
হারিয়ে যাওয়া দিন কারো
- স্মৃতি যতো জমা মনের কোণে।
নেই অভিযোগ ভুলে যাবো
দূরে কোথাও হারিয়ে যাবো
- মিলবো না আর তোমার সনে ।
তবে; মিছে কেন কথা দিলে
বলেছো ভালোবেসেছিলে
- তবে কী বুঝবো আমি সবি মিছে ।
ভুল করে কী কাছে এসে ছিলে
মিথ্যে মায়া জালে বেঁধে ছিলে
- বৃথায় গেল দিনগুলো তোমার পিছে।
আঁধার হলো জীবন আমার
পেলাম যখন দেখা তোমার
- শূর্ণতায় আজ ভরে গেল মনের বাগান ।
সুখের আশায় বেঁধে বাসা
ভেঙ্গে গেলো মনের আশা
- সুখ তাড়িয়ে এলো দুঃখের বান ।
দেখতে তুমি অতি চমৎকার
সুখ ভেবে করি যে চিৎকার
আসলে সুখের নামে তুমি ছিলে দুঃখ যে তার
মনে ছিলো তোমার অহংকার
পারিনি করতে তার প্রতিকার
তাইতো আজ সুখের দামে পেলাম দুঃখের ভার ।


২৪/০৬/২০০০ ইং