মেহেদী রঙে রাঙ্গিয়েছ হাত
দেখে-দেখে কেটে যাবে রাত।
আমি না হয় রক্ত দিয়ে রাঙ্গাই
সানাইয়ে বেদনার সুর বাজাই।
ভাগ্য আমার জুটলোনা হয় তো
ভালবাসা নেই ভাগে নয় তো।
তুমি না হয় চলে যাবে পিছে ফিরে নাহি চাবে।
সুখের স্বর্গে তুমি মহারাণী জানি এমই হবে জানি।
আমি না হয় সংসার ত্যাগী বিরাগী
মজনু সেজে হাসাবো ঠোঁটে হাসি, তাই রাত জাগি।
তুমিও জাগবে কতো রাত,
নিশুতি রাত, জ্যোৎস্না রাত, স্বপ্নের রাত !
আমি; তবে তোমার ছোঁয়ার ভাঙ্গেনা না ঘুম
সুখের বদলে ছুটে আসবে, লাগবে দুঃখের ধুম।
আসলে-  
দিন রাত সকাল কিংবা বিকেল সব আমার কাছে এক মনে হবে,
কেন না শুধু তুমিই তো এই মনে রবে ।


কুমিল্লা ১৯ অক্টোবর ২০০০ ইং