এই আমার পরাজয়
তোমাকে ভালোবেসে হারাবার ভয়।
নিঃস্ব হয়ে গেলে আসবে মরণ
শত বাধা ভয় মাড়িয়ে তোমাকেই করি বরণ।
এতো আয়োজন কতোটা প্রয়োজন
যতোটা হলে খুশিতে তুমি নিরঞ্জন।
তবু মনে জাগে ভয়-
তোমায় যেন হারাতে না হয়।
হাতে মেহেদী রাঙ্গিয়ে, লাল শাড়ী টুকটুকে রাঙ্গা-বৌ
উড়ে যাবে ছুটে যাবে ভুলে যাবে মধু মৌ !
তোমাকে পাবো কিনা সন্দেহ মনে দানা বাঁধে
তবু শুধু তোমার জন্য কেন এই মন কাঁদে ?
নীড় হারা পাখি নীড়ের খুঁজে
পাগলও নিজেরটা ভালো বুঝে
শুধু এই প্রেমি পাগল তোমায় ভালোবাসে
দূরে যাওয়া নিশ্চিত; তবু কাছে আসে।
ভালোবেসে ভালোবেসে ভালোবেসে ।


কুমিল্লা
১৮ অক্টোবর ২০০০ ইং