ভুলে যেতে চাও, যাও ভুলে দেবোনা বাধা
অনুরোধ একটাই দিও না অপবাদ ! মিথ্যে সাজা ।
মরে মানুষ মরে না প্রেম, বেঁচে থাকে অনন্তকাল
মিথ্যে প্রেমের প্রেমিক বলে আমায় করোনা প্রমাণ ।
প্রেমে সৃষ্টি স্বর্গ-নরক, সৃষ্টি এই ধরনী
শুধু মানুষে-মানুষেই প্রেম, তা নয় স্বজনী ।
ভাবনা তোমার মনের ঘরে যদি কভু কঁড়া নাঁড়ে
ভুলিয়ে দিও যতো স্মৃতি, রেখেনো মনে-
ভুলে যেও “তোমাকে ঘিরেই আমার দিবস-রজনী” ।
আমার জন্য কেঁদে-কেঁদে কভু চোখে যেন জল না আসে
ভেবো না আমার- “কাটে দিন কেঁদে তোমায় ভালোবেসে”।
তবু ভালো আছি অনেক ভালো
মনের কোণে নেই কোন কালো
‘সুপ্ত মনের গুপ্ত বাসনা’ জ্বালিয়ে মনে আলো ।


১৯ মার্চ ২০০১