মনে করো তিনশত বছর পর, খোঁজে পেলাম ঘর,
যেমন করে আগে ছিলাম, কেমন করে এখানে এলাম
সব হিসেব ভুলে, করবে কি তখন?
কতো জন্মের ইতিহাস, কতো স্বপ্ন ভাঙ্গা
একই আকাশ ঐ নীলে, সাগর নদী জল
কেউ রাখেনি মনে তোমায় ভাবছি আমি তয়
কেমন হবে দেখা হলে- ভিন্ন শতাব্দী অভিন্ন পৃথিবী!
হয়তো একই মাটির ঘরে বসত হয়নি/হবেনা দেখা কভু?
কেটে যাবে এমন করেই আরো কোটি শতাব্দী
মনে করো যদি আবার দেখা-
তেইশ শত তেইশ
যেমন শেষ দেখা সতের শত তেইশ।


বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
০২ ভাদ্র ১৪৩০, ১৭ আগস্ট ২০২৩