যে জীবন তার ছিলো প্রিয় রেখে যেতে হবে,
জন্ম তোমার তারিখ জানা; বলো মৃত্যু ক'বে?
দাদার আগে নাতি চলে পিতার আগে ভাই,
আসার একটা নিয়ম আছে যাওয়ার নিয়ম নাই।
ভুলে যাই এই কথাটি রাখিনাতো মনে,
পুণ্যের ছেয়ে পাপে ভারী জীবন কূজনে।
এই জীবনই শেষ কথা নয় আখেরি এক আছে,
হিসেব-নিকেশ কষে তবে সেই জীবনে বাঁচে ।


রবিবার, দাম্মাম, সৌদিআরব
০৫ ভাদ্র ১৪৩০, ২০ আগস্ট ২০২৩