মিটি-মিটি আলোর মাঝে
খুঁজে আলোর ঠিকানা,
আঁধার পাশে রশ্নি দূরে
কতোটা তা অজানা।

চাঁদের কাছে প্রশ্ন করি
কে দিলো তাঁর আলো?
সূর্য হাসে চুপটি করে;
মুখ করেনা কালো ।

নদী মিশে সাগর জলে
জলের হিসেব রাখেনা,
মুক্ত বিনে ঝিনুক বুকে
কিছু তো আর থাকেনা ।

আষাঢ় ১৪২৫, জুলাই ২০১৮