কান আছে তাই শুনবে সব
চোখ আছে তাই দেখবে,
মুখ আছে তাই বলবে কথা
নাক আছে তাই শুকবে।
ঘুম আসে তাই স্বপ্ন দেখে
সত্যি করার ইচ্ছে জাগে,
রাত আছে তাই সকাল হাসে
সূর্য আসে সবার আগে।
মন আছে তাই দুঃখ লাগে
চোখের কোণে অশ্রু জমে,
বুক ফেঁটে তাই কান্না আসে
জলের তালে দুঃখ কমে।
হাত আছে তাই ধরতে যাই
পা আছে তো তাই চলি,
শ্বাস আছে তাই বেঁচে আছি
অযথাতেই কথা বলি।


০৬ ভাদ্র ১৪২৪, ২১ আগস্ট ২০১৭