মরছে মানুষ বানের জলে
মরছে আপন জন,
ক্ষেতের ফসল, গাবাদী পশু
হারিয়ে শূন্য এখন।
পাহাড় বেয়ে ধেয়ে আসা বন্যা
শ্রাবণে বৃষ্টির জল,
লক্ষ মানুষ ভাসছে বানে
থামলো ভাগ্য কল।
যমুনার প্রেমে মজেছি কতো
নির্মম যমুনা আজ!
বিপদ সীমায় জলের রেখা
পড়লো মাথায় বাজ।
স্মরণকালের সেরা বন্যা
হার মেনেছে অষ্টআশি,
দু’শত বছর রের্কড ভেঙ্গে
ভাসছে যে বানভাসি।
মরলে মানুষ বিবেক নড়ে
দরদ উতরে জাগে,
সেবার নামে রাজনীতি নয়
সাহায্য করবো আগে।


১ ভাদ্র ১৪২৪, ১৬ আগস্ট ২০১৭