পরিচিত লোক গুলো বদলে যাচ্ছে রোজ
সখি কেন তুমি রাখনা আমার কোন খোঁজ।
বদলে গেছে চেনা পথ বদলেছে মাঠ প্রান্তর
থাকিনা কী এখন আমি মিশে তোমার অন্তর।
চেনা মুখ গুলো ধীরে ধীরে হচ্ছে অপরিচিত
নতুন মানুষের ভিড়ে আমি হচ্ছি পরিচিত।
জানা অজানা গন্তব্যে থামছে ট্রেন
উঠছে নতুন নামছে পুরোনো
পথিক খোঁজে তার ......।


দিন বদলের পালায় বদলে গেছে কতো কি
এখন আর আগের মতো থাকি না অপেক্ষায়
তুমি আসবে নাকি আসবেনা
সেই ভাবনায় দিন কাটেনা।
চলে গেছ দূরে জীবন সঙ্গীর হাত ধরে
সাজালে জীবন স্বর্ণকমল।
“গোলাপের পাঁপড়ি শুকিয়ে যায় ঝরা পাতার ভিড়ে
মলিন হয়ে হারাচ্ছে রোজ কতো ফুল ডাস্টবিনে”।
চৈত্র প্লাবনে খাঁখাঁ রৌদ্র
বুকের জমিনে জন্মায়না আর ভালবাসার ফুল
প্রেমের বীজ অঙ্কুরেই মরে যায় অচেনা গলিতে।