আসা-যাওয়ার এই নিয়মে চলছে পৃথিবী,
কেউ চিরকাল রয় না ভবে কেউই থাকেনি।
আগে-পরে যেতে হবে সরে রাখেনা খরব,
শূন্যহাতে এসে পূর্ণ করে যেতে চাই কবর।
দুই দিনে এ রঙ্গিন খেলায় ভাঙ্গবে মিলন মেলা
যে যার পথ ধরে যাবে চলে কাটবে এমন বেলা।
আজ-কাল আমি একা তো নই সুখের রোজ দেখা,
দেখে ক্ষুদ্র-ক্ষুদ্র দুঃখ গুলো- অনেক কিছুই শেখা।
"তাই আর কাঁদি না মনে-মনে কইনা দুঃখ জনে-জনে,
দূর করে সব দুঃখের নদী চলি আমি সুখের সনে।"


০৬ নভেম্বর ২০১৭