খোঁজ যদি দোষ পাবে দশ আমায় মন্দের সমাহার,
'ভালো গুণের থাকেনা নাম হউক না তা সমান পাহাড়' !
দেখো যদি মন্দ গুলোই ভালোতে না নজর,
"সকল কিছুই প্রাণ হারাবে জীব হবে যে জড়"!
দোষে-গুণে মানুষ সবাই ভালো-মন্দের কারখানা,
সারা জীবন চলে মানুষ পেটে নিয়ে পায়খানা !
নিজের গু-তে গন্ধ যে নেই পরের গু-তেই গন্ধ,
আপন ভুলের হিসেব ভুলে খুঁজে পরের মন্দ !
তেমন করে তুমিও যদি খুঁজ আমার ভুল,
কেমন করে ফুটবে বলো ভালোবাসার ফুল ?
চলো আমরা দু'জন ভুলে সকল ভুলা-ভুলি,
ভালোবাসায় সুখের স্বর্গ এখন সাজাই তুলি ।


২৭ মাঘ ১৪২৫, ০৯ ফেব্রুয়ারি ২০১৯