গ্রামের ছেলে সকাল হলেই যায় ছুটে যায় মাঠে,
সবুজ জমিন দূর্বাঘাসে; যায় নদীরই ঘাটে ।
মাটির মানুষ খাঁটি থাকে
স্বপ্ন জয়ের ইচ্ছে রাখে,
দু'বেলা দুই মুঠো খাবার এইতো জীবন পাঠে ।।


বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব,
১৯ শ্রাবণ ১৪৩০, ০৩ আগস্ট ২০২৩