যা দেখানো দেখে দিলে
কেমনে চলে দেশ,
তোমাদের হাতেই সাজবে এই
সোনার বাংলাদেশ ।

সবার জন্য সমান আইন
এমপি, মন্ত্রী, সচিব,
বাংলা মায়ের দুর্বার ছেলে
সবাই সোনার জীব।

আঙ্গুল দিয়ে তোমরা চোখে
দেখালে অনিয়ম,
কী করলে সড়কে; আসে
সত্যিকারের নিয়ম।

যাও ফিরে যাও এবার ঘরে
অনেক পড়তে হবে,
শিক্ষা নিয়ে আসবে ফিরে
এই দেশ গড়তে হবে ।

হায়নারা সব জাগলে আবার
আসবো সবাই ফিরে,
আপাতত ভালো থাকো
মায়ের বুকেই ঘরে ।।


১৯ শ্রাবণ ১৪২৫, ০৩ আগস্ট ২০১৮