কবি হতে ইচ্ছে জাগে; কবিতার কবি
হাসি মুখে ফ্রেমে বাঁধা ছবি,
হাজার বছর ধরে হাঁটছে ইচ্ছে জাগে
- পথ শেষে সুখ মাগে।
পত্রিকার প্রথম পাতায় আসে যেন ছবি
এই হবে না, মানতে নারাজ রবি।
“কবি সৃষ্টি হয় না, শুধু জন্মে
পরিচয় মিলে শুধু তাঁর কর্মে”।
ডাক্তার সাইন্টিস্ট ইঞ্জিনিয়ার বিজ্ঞানী
লেখা পড়া শিখে হয় জ্ঞানী।
‘কোন বিশ্ব বিদ্যালয় নেই এই দুনিয়ায়
সৃষ্টি করবেন একজন কবি’।
.........
‘তবু মনে ইচ্ছে জাগে শুধু শুধু
যদি কবি হতে পারি,
ছেঁড়া কাঁথায় লাখ টাকার স্বপ্ন দেখি
ঘুমিয়ে জেগে স্বপ্নের বাড়ী’।