সত্যি করে বল তো! আমাকে কি তোর মনে আছে এখনো ?
ভুলে যাওয়া তোর সেই বদঅভ্যাস! আছে কি আজও
- না, না রে এমনেই জিজ্ঞাসা করলাম এই আর কি ?
কেন না তোকে অনেক দিন দেখিনা, তুই তো দেখাই দেস না
যেন অতিথি পাখি হয়ে গেলি ? কাভি-কাবার দেখি তোকে
এখনো কি রাত জেগে থাকিস, ঘুম তো তোর দুশমন ছিল
আজও কি তেমন সখ্যত্ব হয়নি, হয়নি কি সমঝোতা ?
আকাশ আর কতোটুকু বাকী, তারারা নিয়েছে কি ছুটি ?
তুই কি আজও সেই টং দোকানের চা করিস পান
চা ভালো হয় না, তবু কেন যে যাস আমি বুঝি না।
সবি তোর হয় আগের মতো নিয়মের কাঁটায় জীবন গত
সেই স্রোতে শুধু আমিই একা হারিয়ে গেলাম দূর থেকে বহু দূর-
তুই তো নিস না, এতোটুকু আমার খুঁজ।