খোঁজছে সবাই সুখের চাবি হন্য হয়ে এখান-ওখান
সুখ পাখিটা পালিয়ে গেছে, খাঁচা ভেঙ্গে খান খান।
খোঁজা-খোঁজির এই বাহানায় খোঁজছে কতো কি
অনেক খোঁজে ক্লান্ত সবাই আসলে কিছু মিলেনি।
খোঁজে কিছু যায়নি পাওয়া; তবু খোঁজছে সবাই
জীবন নদী থেমে যায় সহজ কঠিন ধাঁধায়।
আহার খোঁজে পশু পাখি, আয়েশ খোঁজে মানুষ
সুখের দিনে ভুলে দুঃখের কথা হারায় হুঁশ।
ধনী খোঁজে আরও ধন, দান করার নেই মন
ভোগে নানা রোগে, চিন্তায় করে বনবন।
ছেলে হলে মেয়ের খোঁজে, মেয়ে হলে ছেলে
দুই-ই সঠিক শিক্ষা না পেলে, যন্ত্রনায় জ্বলে।
মা খোঁজে ছেলের সুখ, ছেলে খোঁজে বৌয়ের
বৃদ্ধাশ্রমের ছোট্ট ঐ কোঁঠরে, অপেক্ষা মরণের।
সন্তানের মুখে হাসির খোঁজে পিতার ঘাম ঝরে
বিনা চিকিৎসায় অনাহারে অনাদরে পিতা মরে।
প্রিয়ার খোঁজে প্রেমিক কাঙাল সর্বত্র প্রেম মাগে
হারালে প্রেম মূল্য বুঝে, ঘুম ভেঙ্গে সেই জাগে।
ঘরের খোঁজে স্বামী-স্ত্রী অহর্নিশি স্বপ্ন বাঁধে
জমা কঁড়ি সব হারিয়ে পথে বসে কাঁদে।
খোঁজের নেই যে শেষ, তবু সবাই খোঁজে
সব খোঁজে যায়না পাওয়া, অবশেষে বুঝে।



দাম্মাম, বুধবার
২ জ্যৈষ্ঠ ১৪২৪, ১৬ মে ২০১৭