রাগ করেছে খুকি মণি
খায় না সে যে ভাত,
সকাল থেকে ডাকছে যে মা
এখন হলো রাত।
পেলে দাও রাগের ভাগ
এসো ঘরে ফিরে,
তোমায় খোঁজে মা জননী
লাখ লোকের ভিড়ে।
তুমি তার সাত রাজার ধন
কোটি টাকার সিন্ধুক,
সামনে এসে দাঁড়াবে মা
যদি কেউ তাক করে বন্ধুক।
মা তার আয়ু দিয়ে কিনে
তোমার জন্য আয়ু,
পারবেনা কেউ করতে ক্ষতি
মন্দ কোন বায়ু।।


০৮ অক্টোবর ২০১৬


কাব্যগ্রন্থঃ-পাখির কণ্ঠে দেশের কথা