তারপর, মাঝ খানে কেটে গেল অনেক গুলো বছর--
রেশমী সুতায় হাতে বুনা সোয়েটারের রং জ্বলে গেছে কবেই।
ভাঙ্গা সিরামিক কাপে এখন চা করি পান
ক্যালেন্ডারটার সাড়ে তিন মাস উল্টেনি পাতা
দেয়াল ঘড়ির ব‍্যাটারি নেই অনেক দিন ধরে।
আকাশ আজও নীল বদলেনি একটুও
শুধু তুমি অনেকটা বদলে গেলে যেন
সেই যে গেলে নাওনি আর খবর
দিয়ে গেলে কি ভালবাসার কবর।
তোমার প্রতীক্ষায় কাটে আমার প্রহর
আসবে ফিরে, এইতো এখনই, বলে এই মন,
তোমার পেতে দেখা খুঁজেছি কতো নগর বন্দর
ঠিকানা তোমার আজ কোন সু-দূরে,পাইনা কেন দেখা
চিঠি দিও, জানিয়ে দিও, আছি তোমার মন প্রাণ জুড়ে।


পোষ্ট অফিসের পিয়ন পোষ্ট মাস্টার ঘুমিয়ে ঘুমিয়ে
কাটিয়ে দেয় বেলা, চিঠির নেই আগের মতো মেলা।


সেই আমি অপেক্ষায়.......একটি চিঠির
                আজও আসেনি সেই দিন।