এক-  
তুমি একাই কিন্তু সেই শেষ ব্যক্তি নয়
তোমার পরেও হবে অনেকের ক্ষয় -
তাই, মনে রেখো ভয় !!
সত্য পথে চল, সত্য কথা বল, কভু নয় অভিনয় ।


দুই-
আলোর পিছেই ঘুরছে মানুষ
আঁধার করতে দূর; হারিয়ে হুঁশ-
কবে, শিখবে খেতে-খেতে ঠুস !!
মন শক্ত করো, শক্তি বাড়াও, হবেনা বেহুঁশ ।


তিন-
সুখ-ই আপেক্ষিক; বিলাসিতার নাম
দুঃখ নিত্য সঙ্গী তাই নেই তার দাম ।
হায়রে অবুঝ মন !!
শূন্যে হাত বাড়িয়ে বেড়ায় অবিরাম ।


চার-
চাওয়া পাওয়ার মাঝে অনেক তফাৎ
কখনো হয় না তার হার-অনুপাত ।
বে-হিসেবি আযব মানুষ !!
লড়াই ধন্ধে জীবনটাই কুপকাত ।


পাঁচ-
আগুন জ্বালায় পোঁড়ায় দেয় আলো
সেই ‘সোনা’ বানায়, দূর করে কালো
কতোটা বিচিত্র এই ভুবন !!
পূর্ণ করতে জীবন আগুনের পরশ বুকে জ্বালো।



আশ্বিন ১৪২৪, অক্টোবর ২০১৭