ভুলে গিয়ে র'বের কথা মেতে আছো কোন ধ্যানে
দুই দিনের এই জীবন নিয়ে করছো বড়াই কোন জ্ঞানে ।


"তোমার মনের কথা গুলো জানেন তিনি সব
গোপন করো যতোই তুমি দেখেন সবই রব ⏳


(সুরা- আল আনফাল-৪৩)


"ভরলে গুদাম খাদ্য ভান্ডার করতে বেশি লাভ,
পাপী তুমি মহা পাপী ভীষণ অবুঝ ভাব !⛔


"কৃষক ক্ষেতে দিচ্ছে আগুন তোমরা আনো চাল,
কৃষক মারার বিছাইছে কে এমন কঠিন জাল ⛔


নোট-
দেশে প্রচুর পরিমান ধান উৎপাদন হয়েছে তবু ভারত থেকে চাল আমদানী করা হচ্ছে, কৃষক তাঁর ধানের ন্যায্য মূল্য না পেয়ে পাকা ধানে আগুন দিচ্ছে ।


"এতোটা পথ হেঁটেছে যে হয়েছে আজ সফল,
হাঁটছি মোরা সারা জীবন হয়নি বদল ভাগ্যফল" ।


নোট-
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেছে, আমি লেখাপড়ার তাগিদে (৪০+৪০=৮০) কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতাম। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের জীবনযুদ্ধের কথা বলতে গিয়ে তিনি এই স্মৃতিচারণ করেন।