নিত্য দ্রব্যের দাম বেড়েছে
নুন আলু তেল বেগুন,
মধ্যবিত্ত ঘরমুখি আজ
বাজারে যে আগুন ।


যায়না কেনা পেঁয়াজরে ভাই
স্বর্ণের মতো দাম,
মানুষ অনেক দ্রব্যেরই আজ
ভুলে গেছে নাম ।


চালের কেজি সত্তর টাকা
যায়নি তো কম সবজি,
গলা সমান কর্জা প্রজার
ব্যথায় কোমর কব্জি ।


বেঁচে আছে রাজা-প্রজা
এইটুকো কম কিসে,
থাক না মানুষ মশা-মাছি
না খেয়ে যাক মিশে।


লুটতরাজের হাতে মোরা
রাজ্য জুড়ে হরি লুট,
সব জায়গাতে চোরের আসন
পাবো যে তা কবে ছুট ।