গতদশ বছরে অনেক কিছু বদলে গেল
রাস্তার ধারে গাছ গুলো অনেক বড় হয়েছে
আর মাটির রাস্তাটাও পাকা হয়ে গেল,
আমাদের বাড়ীটা সেও অনেক বদলে গেছে।
কাঁচা মাটির সুধা গন্ধ, পোড়া পাতিলের সারি
নদীর ঘাটে বাঁশের পোল, সাদা কাশ ফুলের ঝাড়।
মাঠ জুড়ে সরিষার হলুদ রঙ্গে, হলুদিয়া পাখির কুহুতান
ভোরের ঘাসে শিশির কণা, যায় না দেখা! ঘাস মুক্ত মাঠ পথ।
জেলেদের দিন বদলে গেছে সুখে কাটে দিন
জেলে পাড়ায় বড় বড় বিল্ডিং হয়ে উঠেছে
কুমার পাড়ায় ভাতের জন্য চিৎকার নেই।
সবাই ভাল আছে এইতো বলে-
“তবু সেই সব মানুষ গুলো চোখে দেখলাম না সুখ”।
আমার ফেলে যাওয়া সেই গ্রাম, সেই শহর কোনটাই দেখা পেলাম না,
“বদলে যাওয়ার নিয়মে বদলে গেছে সব”।


জানুয়ারি ২০১৭