যখন তুমি দূরে থাকো ইচ্ছে করেই দূরে রাখো,
সুখের ছোঁয়ায় হাসি মাখো দুঃখ আমায় দিও নাকো ।
*
যে তোমাকে প্রেম শেখালো তাকেই দিলে ধোঁকা,
উজার করে মনের ঘরে সেই যে হলো বোকা ।
*
ভুলেই তাকে করলে যে পর বেঁধে অন্যের ঘর,
তোমার সাথে কাটবে জীবন; আশে সাজে বর ।
*
তোমার সাথে জীবন আমার বাঁধা জনম ধরে,
দেখে তোমায় বেঁচে থাকি না হয় যাবো মরে ।
*
থাকবো দু'জন পাশাপাশি অমর প্রেমে জুড়ে,
দূরে কভু যাবো নাকো; এক অনলে পোড়ে ।


শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৪ ভাদ্র ১৪৩০, ১৯ আগস্ট ২০২৩