প্রেম বিরহের কথা যখন মনে তোমার পড়বে
কান্নার ঢেউ জলের নদী সাগর সমান গড়বে।
মহাসাগর আকাশ বাতাস সবই যেনো দুঃখ
তার মাঝে সে থাকছে কেমন সেটাই দেখার মুখ্য।
দূর করে সব কান্নার-ই জল কেমন জীবন সাজায়
শতো দুঃখে সুখের হাসি, খুশিরই গান বাজায় ।
অস্ত্র হাতে অগ্নিবীণায় প্রেমের সুর-ই বাজে
মৃত্যু উৎসব মিছিলে সে প্রেমিক যুবক সাজে ।
এক হাতে তার বাঁশি অন্য হাতে হাতিয়ার
হত্যার নৃত্যে যে সে সাজায় ফুলের-ই বাগান।


বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব,
২৬ শ্রাবণ ১৪৩০, ১০ আগস্ট ২০২৩