ইচ্ছে ছিল তোমাকে আকাশ দেব জ্যোৎস্না রাতে নক্ষত্র সমেত
জেগে যাবে সারা শহর লোক-লোকারন্যে হয়ে যাবে সমাবেশ।
গত বছরের জমানো সঞ্চয়ে কিনে দেব বঙ্গোপসাগর
স্বপ্ন সাধে, সৃষ্টি সুখে সাজিয়ে তুলবো ভালবাসার ঘর।
মন বলে, হিরা-চুন্নি-পান্নায় সাজিয়ে রাখি তোমায় বাসরে
রাজ প্রাসাদে রাণী তুমি, সাম্রাজ্যে কর্তা তুমি, রাজ আসরে।
যদি মনের মণি কোঠায় রাখি, তবে ছোট হয়ে যায় বসন
সারা জমিন লিজ নেব যে, সাজাতে প্রিয়া তোমার আসন।
দৃষ্টির সীমানা যতো দূরে যায় সবটায় লিখে দেই নাম তোমার
তুমি ছাড়া কিসে, সব যেন মিছে, কি আছে জীবনে আমার।
সামনের মাসে বেতন পেলেই কিনে দেব সুন্দরবন
পাগল ভাবতে পারে আমায় সবাই, বুঝে না তো মন ।
আকাশ-কুসুম স্বপ্ন দেখি, যদিও তা বাস্তবতায় নয়
তোমার জন্য পারি সবি, পাছের লোকে যতোই মন্দ কয়।
ইচ্ছে আছে আসমান সমান সাধ্য অতি সামান্য
ভালবাসি তোমায় এই প্রেমিক আমি নগণ্য।
রাগ করোনা প্রিয়া আমার, ভাল্লাগেনা দিলে আড়ি
তোমার জন্য সাত সাগর আর তের নদী দিতে পাড়ি।
পৃথিবী জোড়া ভালবাসা তোর চরণে লুটাতে রাজী
জানিস তোরে ভালবেসে, ধরতে পারি জীবন বাজী ।
আকাশ কুসুম স্বপ্ন আছে এই হৃদয়ে সদা জাগে
একটু হাসি দিলে হবে, থাকিস না তো, আর রেগে।
আকাশ, সাগর, বন দিলে তোরে, অন্য সবাই শূন্য রবে
চাঁদ তারাতে সুখ খুঁজে যে, সুখ পাবে যে অন্য সবে।
ঘাস ফুলেতে সাজিয়ে দিলাম খোঁপা, রক্ত জবা, বেল ফুল,
কৃঞ্চচুড়া শিমুল, পাতা বাহারে হয়ে যা খুশি, বুঝিস না ভুল।


দাম্মাম, সৌদি আরব
মঙ্গল বার- ১৯ জানুয়ারি ২০১৬ খ্রীষ্টাব্দ
০৬ মাঘ ১৪২২ বঙ্গাব্দ
০৮ রবিউস সানি ১৪৩৭ হিজরি