কবি হয়ে কেউ জন্মায় না, তবু সবাই নজরুল (কাজী নজরুল ইসলাম) বয়সে কবি হয়ে যায়, কিন্তু সবাই নজরুল হয় না। তবু লিখে যাই যদি একদিন কবিতার মতো হয়ে যায়। নিজেকে কবি কবি ভাবতে বেশ ভালই লাগে যদিও কবি হতে অনেক বাকী।


কবির কষ্টঃ-
মেলায় ঝাল মুড়ির ঠোঙা হয়ে যায় কবি/লেখকের বইয়ের পাতা,তখন কবি/লেখকের এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। প্রকাশকের কষ্ট সদ্য প্রকাশিত বই একশত কপি বিক্রি না হওয়া, আর টাকা খরচ করে বই কেনার পর দেখে ভাল লেখা নেই তখন পাঠকের বড় কষ্ট হয়। এই সব কষ্ট দূর হওয়ার পর একটি ভাল বই টিকে যায়, দশর্ক নন্দিত হয়ে উঠে।


এখন ফেব্রুয়ারী মানে বাংলা একাডেমী আয়োজনে “অমর একুশে বই মেলা” যা কবি, লেখক, প্রকাশক, পাঠকের জন্য হয়ে উঠে ঈদের মতো।
সকল কবি/লেখকের বই গুলো দশর্ক প্রিয়তা পাক এই কামনা করি।


আমারও ২/৩ টি যৌথ গ্রন্থে বেশ কিছু কাব্য প্রকাশ হয়েছে মেলায় প্রথমবার, এই অনেক খুশির যেন ঈদ ঈদ মনে হচ্ছে।