আমি বাংলায় বাস করি, বাংলা আমার আবাস
ভালই আছি, সুখে কাটে দিন, নই কারও দাস।
কতো জয় নিয়ে এলো, বেড়েছে বল-বিশ্বাস
প্রতি পলে বেঁচে আছি, নিয়ে বাংলায় শ্বাস।

ফুলে-ফলে শস্য-শ্যামল পাবে না এমন কোথাও আবেশ
এক কথায় জান দিতে পারি, যদি বাংলা মা করে আদেশ।
বাংলা আমার রক্তে মিশে, আমি বাংলায় ভাল থাকি
বাংলায় কথা বলি, বাংলা আমার প্রাণ, অন্য সব বাকী।

বৃহস্পতিবার- ৬ ফাল্গুন ১৪২২
১৮ ফেব্রুয়ারী ২০১৬