নারী এক ব্যক্তি নয়, এক একটা ইতিহাস
মাথায় তুলে রাখতে মনে আমার অভিলাষ।
নারী তুমি বোন বন্ধু, জননী সাত রাজার ধন
তুমি প্রেয়সী বান্ধবী প্রিয়তমা, বিশ্বাসের বন্ধন।
তোমার পদ তলে জান্নাত বলেছেন আল্লাহ-রসুল
পরম শান্তি সুখ পাই গো, পেলে তোমার আঁচল।
তোমাতে নারী মুক্তি আমার, শত জনমের আশা
তুমি ছাড়া কেউ উজার করে দেয় না ভালবাসা।
জননী, আমি তোমাতে শুরু তোমাতে শেষ
মরতে পারি তোমার জন্য, তুমি করলে আদেশ।
তোমার জন্য বিশ্ব সংসারে আমি, লড়তে পারি
সুখ খোঁজি দেশ থেকে দেশ, হয়ে দেশান্তরি।
নারী তোমার প্রেমের জাদুতে পাগল কতো শত নর
তোমার চোঁয়ায় সাজে সুন্দর সংসার, পরিবার ঘর।
নারী তোমায় শত সালাম, তুমি ধৈর্যের মূর্তি
তোমার প্রেরণায় বলিয়ান হচ্ছে নর, পাচ্ছে শক্তি।
নারী তুমি কখন শান্তির পায়রা, বিবি মরিয়ম, রহিমা,
আছিয়া, তেরেসা তুমি, কখন অসুর বধে খড়গ হাতে কালী মা।
নারী তুমি মুক্তির নিশান, হতে পারোনা কভু পাষাণ
এতোটা সরল কেন তুমি? তোমায় ধোঁকা দেয়া আসান।
নারী তোমাতে খুঁজি সুখ শান্তি ভালবাসার আবাস
তুমি পার সব কিছু, সমস্বরে বলুন সব্বাই, সাবাস।


বৃহস্পতিবার- ৩ চৈত্র ১৪২২, ১৭ মার্চ ২০১৬