যখন আমার ঘর ছিলনা, আমি ছিলাম নিঃস্ব
হৃদয় জুড়ে প্রেম ছিল যে, জয় করিতাম বিশ্ব।
যখন আমার সকাল ছিল সন্ধ্যা দুপুর রাত্রি
একলা চলা পথে আমি, পাইনি সাথের যাত্রী।
যখন আমার আকাশ ছিল, পুকুর সাগর নদী
তবু শূন্য হাতে একলা বসে পথের বাঁকে কাঁদি।
যখন আমার সুখ ছিল না, দুঃখ জীবন সাথী
আঁধার আমার নিত্য সম্বল নিভে ছিল বাতি।
যখন আমার কেউ ছিল না, তুমি ছিলে দূরে
আজকে আমার সব হয়েছে, তুমিও এলে ফিরে।
ভুলে গেছি তোমায় সখি, রাখিনি তো মনে
পাগলী! দেরী করলি, রাখবোনা মোর সনে।


শুক্রবার ২১ ফাল্গুন ১৪২২,


@প্লীজ, অনুমতি ছাড়া কেউ কপি করবেন না।