আজ সূর্যটা লাল, মাঠ সবুজ আকাশ নীল
অন্তরেতে খুশির বন্যা আনন্দে নাচে দিল
ফুলে-ফুলে সেজেছে মাঠ-ঘাট প্রান্থর বিল
জেনেছে খবর, বাকী নেই এক পরিমান তিল।


পাখি গায় গান নতুন নতুন নানা সুরে
সুভাস ছড়িয়ে গেছে দূর থেকে দূরে-
নদ-নদী সাগর পেয়েছে ফিরে তার কূল
এক হয়েছে সবাই ভুলে, ব্যবধান ভুল।


আকাশে-বাতাসে বাজে নূপুরের ধ্বনি
মন্ত্রী, প্রধানমন্ত্রী দেবেন শুভেচ্ছা বাণী
বিশাল আয়োজন, ক্লান্ত সবাই জানি
দখলে নিলে সব হৃদয় তুমি, হে রাণী।


উঠ ঘুম ভেঙ্গে আজ সকালে ডাকে রবি
আকাশ জুড়ে দেখ শুধু তোমারই ছবি
অপেক্ষায় তোমার বসে রাজা-প্রজা সবি
লিখছে কতো শত কাব্য কবিতা কবি।


সব শুধু তোমার জন্য, আজকের দিন
ভালবাসা!! এই নয় অন্য কোন ঋণ!
শুভেচ্ছা শুভদিন, ভাল কাটুক প্রতিদিন
রঙ্গিন হউক জীবন, আজ তোমার জন্মদিন।


উৎসর্গঃ-আমার বড় বোন কবি রাবেয়া রাহীমকে।