যদি একদিন ফিরে না আসি হারিয়ে যাই
কোন অচেনা ঠিকানায় অচিনপুরে।
খুঁজে নিও সেই নদীর ঘাঠে
যেখান মিলতাম দু'জন সকাল-দুপুর-সাঁঝে।
যদি আমার খবর না পাও কোন খানে
ঘুরে ঘুরে ক্লান্ত তুমি, চোখে রাজ্যের ক্লান্তি।
চলে যেও সেই পথ ধরে হাতে হাত রেখে
কতো পথ হেঁটেছি দু'জন আলো-আঁধারে।
থেকো না অনমনে হেসে উঠো আনন্দ মনে।
যদি আমার অনুভব লাগে না মনে
বুঝে নিও হারিয়ে গেছি অনেক দূরে
তবু যদি খুঁজতে ইচ্ছে জাগে
সন্ধ্যার একটু পরে চোখ মেলে দেখ আকাশ পানে
মিটি-মিটি যে তারা মুচকি হাসে
বুঝে নিও সেই আমি তাকিয়ে তোমার পানে
দুঃখ করো না অযথায় অকারণে
আমি আছি থাকবো সদা তোমার বাঁধনে।


রবিবার -৬ চৈত্র ১৪২২, ২০ মার্চ ২০১৬


@অনুমতি ছাড়া কেউ কপি করবেন না।