যখন তুমি আমার হলে
পেলাম সারা জাহান,
তুমি আমার তোতা পাখি
তোমার মাঝে মোর জান।


অতি যত্নে সৃষ্টি তুমি প্রভুর আপন হাতে
হাসলে তুমি চাঁদ, তারা সুরুজ সব্বাই হাসে,
তুমি এলে আলো ফুটে অমানিশা রাতে,
জয়ী আমি বিশ্ব ভূবন, যখন তুমি থাক সাথে।


যখন তুমি ডাক আমায় কাছে
পাড়ার লোক মন্দ বলে পাছে।
ভাবখানা যে এমন করে, সবই মিছে
তবু; দেখতে তোমায় দলে দলে ছুটে আসে।


বৃহস্পতিবার ১৭ চৈত্র ১৪২২,
৩১ মার্চ ২০১৬