তুমি তো এখন অনেক দূরের মানুষ!
হাত বাড়ালেই যায় না পাওয়া তোমায়।
অনেক দূরের পথ পাড়ি দিয়ে, মরু সাহারা অতিক্রম করে গেলে
থামাতে পারলাম না তোমার গতি, সত্যিই আমি কি হলাম অতীত !
তুমি ভাল বলতে পার, আমি কি ছিলাম-
তোমার জীবনের কোন অংশ জুড়ে।
জ্যোৎস্না রাতের আকাশে একেলা তারা দেখি
শ্রাবণও বারি ধারায়, জানালার গ্রিলে দু’টি হাত
বাহিরের বৃষ্টির ফোঁটা একা কি করে গুনি।
সাদা কাশবন দিচ্ছে হাতছানি ডাকছে তোমায়-আমায়
চল ঘুরে আসি, ওহ ! তুমি তো নেই পাশে, ভুলে যাই বৈকি।
কুয়াশায় ঘিরে চারপাশ নয়ন নাহি দেখে সামনের আকাশ
হিমেল হাওয়া দোলা দেয় মনের কোণে আশা জাগায়
দু’ফোঁটা শিশিরে ভিজবো, একেলা অভিমানী শিশির পালায়।
পলাশ, কৃষ্ণচূড়ায় মৌমাছি আনমনে হারায় আম্র কাননে,
খুঁজে মন তোমায় দূর অজানায়।