তোমাদের এই শহর নিয়েছে কেড়ে আমার ছোট বেলার সব স্মৃতির বহর
যতো সব খেলার উপকরণ দূর করেছে, পারিনি করতে আমি তা আহরণ
ব্যস্ত নগর, লোকে লোকালয়, হাজার রং এর মানুষের খাঁচার মতো আবাস
এতো হাহাকার নেই নেই বলে সুখের খুঁজে ক্লান্ত সবাই, থাকে শুধু দীর্ঘশ্বাস।