এক
“প্রেমের নেই যে কোন বয়স, কোন দিন মাস কাল,
প্রেমহীন মানুষ বাঁচেনা, পৃথিবীতে পরে যে আকাল”।


দুই
অসহায়-অবহেলায় রোজ কতো কবি হারায় অজানায়-অচেনায়
“কবি মরে হয়ে যায় ভূত, কবিতা বেঁচে থাকে কবির হয়ে পুত”।


তিন
“বিন তুমি একাকী আমি, কাটেনা সুখে দিন
ধীরে ধীরে এই জীবনের বাড়ে যে শুধু ঋণ”।


চার
"অর্থের মোহে মানুষ! স্বভাবের দিয়েছে বলি
ছোট-বড়, সত্য-মিথ্যে, ভাল-মন্দ গিয়েছে ভুলি।"


পাঁচ
“মানুষ বদলে গেছে, বদলেছে তার ধরণ
সস্তা আজি মনুষ্যত্ব করে মৃত্যু-বরণ”।


ছয়
“যেই করুক ক্ষতি নিশ্চয় হবে তার ইতি
সব দেখে, সব জানে সেই ঈশ্বর জগৎ পতি”।


সাত
“দিন বদলের পালায়, সময়ের স্রোতে বদলায় সব
থেকে যায় স্মৃতি হয়ে, মাঝে মাঝে করে কলরব”।


আট
“বৃষ্টির টাপুর-টুপুর ধ্বনি শোনে, কাটে বেলা আনন্দে জানি,
কবে যে শোনবো সেই বৃষ্টির সুর, শুধু অপেক্ষার প্রহর গুনি”।


নয়
তুমি যদি রাত দাও আমি দেব দিন
সুরে সুরে জীবনের গান গাইবো চিরদিন।
তুমি যদি থাক সাথে ডিঙ্গাবো চীনের প্রাচীর
শূন্যে সাজাবো ভালবাসার শান্ত ছোট নীড়।


দশ
জ্ঞানের কি দোষ, সেই তো র্নিদোষ
দোষী করিল তাহারে মানুষ।
নিজের লোভে ভুল পথে বাড়ালো পা
ধ্বংস করে মানবতা আসে না তবু হুঁশ।