ভাগা-ভাগীর এই ভাগেতে
হচ্ছে ভাগ সব,
ভাগের নামে চলছে যে
ভূয়া যত্র-সব।
নজরুল রবীন্দ্রে হচ্ছে ভাগ
বাড়ছে কলহ,
সাহিত্যের ক্ষতি আর কিছু নয়
এই শুধু ভয়।
বিএনপি আওয়ামী লীগ
দুই ভাগে ভাগ,
দুই জনেতে চলে কাঁড়া-কাড়ি
দেশ নিপাদ যাক।
দুই হাতে লুট করে সবে
রাখে না বাকী,
সেবার নামে চলছে রে ভাই
আসলে সব ফাঁকি।
অনিয়ম আজ নিয়ম হয়ে
চলছে সঠিক,
আঁধারে থেকে আমজনতা
হারাচ্ছে দিক।
নেতা-খেতা সবাই ভাল
তুমি আমি পাপী,
চলছে ভাল ওদের জীবন
চাচ্ছি মোরা মাপি।
ন্যায়ের পাল্লা নুয়ে গেছে
অর্থের কাছে বন্ধি,
অপরাধী মাপ পেয়ে যায়
রাতে করে সন্ধি।
“পাপীর ধন কেউ ধরে না
উঁই কিংবা ঘুণে,
কর সংস্থা ঘুমিয়ে থাকে
কর্তা মশার গুণে”।