গত দশ বছরে এই আলোর শহর আমাকে আপন করতে পারেনি
হয় তো বা আমিই এই শহরের আপন হয়ে উঠতে পারিনি।
কিছু আলো আর কিছু আঁধার সেই শহর ডাকে আমাকে
এতো আলো তবু মনের কোণে কিছু আঁধার বাসা বেঁধেছে অজান্তে
হয়তো সেই নিভু নিভু আলোর শহর, সেই আমার আপন।
একদিন ফিরে যাব আমার শহরে-
কেউ হয় তো সংবর্ধনায় দাঁড়িয়ে থাকবেনা রাস্তার পাশে
সরকারি ছুটি হবে না, কর্মব্যস্ততায় থাকবে সবাই
কেউ হয়তো জিজ্ঞাসাও করবে না, কে তুমি ?
তবু,
আমি ফিরে যাব আপন শহরে আপন গলিতে
স্মৃতিময় আমার ছোট বেলা, বদলে যাবে সব কিছু
শুধু এক আমি, বদলাব না কখন।


.
মঙ্গলবার- ১০ কার্তিক ১৪২৩,
২৫ অক্টোবর ২০১৬